নানা আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোনায় ৪৯ তম বিজয় দিবস পালিত
নানা আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোনায় ৪৯ তম বিজয় দিবস পালিত।যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।সূর্যদয়ের সাথে সাথে কালেক্টরেট ভবন প্রাঙ্গণেজেলা প্রশাসক কাজী আব্দুর রমান,পুলিশ সুপার আকবর আলী মুন্সী নেতৃত্বে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং সমাজ কল্যান প্রতিমন্ত্রীর আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে আওয়ামীলীগ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন। এ ছাড়াও বিএনপি,জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দলে দলে পুষ্পস্থবক অর্পণ করতে ছুটে আসে।
এ দিকে কলম সাহিত্য সংসদ লন্ডন নেত্রকোনা জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেন।
এ সময় জেলা কমিটির সভাপতি প্রফেসর মুক্তাছিমবিল্লা শাহান, সাধারণ সম্পাদক কবি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলোয়ার হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (শাহীন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস খান,মোঃ রুকন উজ্জামান সাগরসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments on 'নানা আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোনায় ৪৯ তম বিজয় দিবস পালিত' (0)
Comments Feed